working to establish khilafah

হিযবুত তাহ্‌রীর, উলাই‘য়াহ্‌ বাংলাদেশ কর্তৃক আয়োজিত “বাংলাদেশ ২.০: দাসত্ব না মুক্তি” শীর্ষক অনলাইন রাজনৈতিক সম্মেলনটি দেখার জন্য দেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবি, সাংবাদিক ও তরুণ প্রজন্মসহ সকল সচেতন জনগণকে আমন্ত্রণ

প্রেস বিজ্ঞপ্তি

بسم الله الرحمن الرحيم

হিযবুত তাহ্রীর, উলাইয়াহ্বাংলাদেশ কর্তৃক আয়োজিতবাংলাদেশ .: দাসত্ব না মুক্তিশীর্ষক অনলাইন রাজনৈতিক সম্মেলনটি দেখার জন্য দেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবি, সাংবাদিক তরুণ প্রজন্মসহ সকল সচেতন জনগণকে আমন্ত্রণ

জনগণের অনেক ত্যাগের বিনিময়ে যালিম হাসিনার পতন হলেও জনগণের আশা-আকাঙ্খা পূরণ হয় নাই। আপনারা প্রত্যক্ষ করছেন, মার্কিন-বৃটেন-ভারত বাংলাদেশের রাজনীতিতে নগ্নভাবে হস্তক্ষেপ করছে এবং অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষাকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে। গণঅভ্যুত্থানের মিথ্যা অভিভাবক অন্তর্বর্তী সরকার ‘রাষ্ট্র সংস্কার’, ‘সংবিধান সংস্কার’, ‘জুলাই ঘোষণা’, ‘জুলাই সনদ’-এর নামে জনগণকে ধোঁকা দিচ্ছে এবং মার্কিনীদের এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যস্ত রয়েছে। দেশের জনগণের প্রত্যাশা ‘নতুন বাংলাদেশ’ (বাংলাদেশ: ২.০)-এর পরিবর্তে তারা বর্তমানে হাসিনার শাসনের ধারাবাহিকতা বজায় রাখতে তৎপর। এই প্রেক্ষাপটে, হিযবুত তাহ্রীর, উলাই‘য়াহ্‌ বাংলাদেশ, জুলাই’২৪ অভ্যুত্থান-এর চূড়ান্ত লক্ষ্য অর্জনে জনগণের প্রতি দিক নির্দেশনা প্রদান করতে বাংলাদেশ . : দাসত্ব না মুক্তি শীর্ষক অনলাইন রাজনৈতিক সম্মেলনের আয়োজন করেছে। দেশের এই রাজনৈতিক সন্ধিক্ষণে রাজনৈতিক সচেতনতা অর্জন করে করণীয় ঠিক করতে, আপনাদেরকে এই সম্মেলন দেখার আমন্ত্রণ জানানো হচ্ছে। সম্মেলনের বিস্তারিত নিম্নরূপঃ

সম্মেলনের তারিখ সময়:

১৯ সেপ্টেম্বর, ২০২৫

শুক্রবার, সন্ধা ৭টা

সম্প্রচার সাইট: ALWAQIYAH.TV

সম্মেলনে বক্তব্যসমূহ:

১ম বক্তব্য: জুলাই অভ্যুত্থানে জনগণের আকাঙ্খাকে ব্যর্থ করতে মার্কিন-বৃটেন-ভারতের ষড়যন্ত্র

২য় বক্তব্য: বাংলাদেশ ২.০: নব্য-উপনিবেশবাদ ও ধর্মনিরপেক্ষ-পুঁজিবাদী ব্যবস্থার যুলুম থেকে মুক্তির উপায়

৩য় বক্তব্য: অভ্যুত্থানকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে জনগণের প্রতি দিক নির্দেশনা

 

 

হিযবুত তাহ্রীর, উলাই‘য়াহ্‌ বাংলাদেশএর মিডিয়া অফিস