প্রেস বিজ্ঞপ্তি
بسم الله الرحمن الرحيم
হে দেশবাসী, তাহ্রীর / উলাই’য়াহ্ বাংলাদেশ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, “জাতি হিসেবে আমরা কি আদৌ স্বাধীন?”-শীর্ষক আসন্ন অনলাইন সম্মেলনের এই আলোচনায় আপনারা সম্পৃক্ত হোন
আপনারা জানেন, এই উপমহাদেশে ব্রিটিশ উপনিবেশের দুই শত বছরের শোষণ ও অত্তাছারের বিরুধে জনগনের দীর্ঘ সংগ্রামের পর ১৯৪৭ সালে ১৪ ও ১৫ই আগস্ট’ পাকিস্তান ও ভারত দু’টি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়। কিন্তু, পশ্চিমা ধর্মনিরপেক্ষ-পুঁজিবাদী ব্যবস্থা আজও তাদের দালাল শাসক, দুর্নীতিগ্রস্থ রাজনীতিবিদ, এবং ভণ্ড বুদ্ধিজীবীদের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। প্রকৃতপক্ষে আমরা নব্য-ঔপনিবেশিকতার ফাঁদে জড়িয়ে পড়েছি, ফলে যে প্রকৃত মুক্তির জন্য মানুষ ২৫০ বছরেরও অধিক সময় ধরে সংগ্রাম করে আসছে তা এখনও অর্জিত হয়নি। বরং রাজনীতি ও অর্থনীতিসহ সকল ক্ষেত্রে ঔপনিবেশিক শক্তিসমূহ, বিশেষ করে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হস্তক্ষেপ দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। তাদের দালাল ধর্মনিরপেক্ষ শাসকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক নিপীড়নের কারণে মানুষ এখন চরম দুঃখ-দুর্দশা সহ্য করতে বাধ্য হচ্ছে।
এই পরিস্থিতিতে হিযবুত তাহ্রীর /উলাই’য়াহ্ বাংলাদেশ, আগামী শুক্রবার ১৮ই মার্চে, Al Waqiyah TV-তে অনুষ্ঠিতব্য অনলাইন সম্মেলনে – রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে “জাতি হিসেবে আমরা কি আদৌ স্বাধীন?”– প্রশ্নটির উপর আলোকপাত করতে যাচ্ছে। আমরা দেশের সকল সচেতন নাগরিক, বিশেষ করে নিষ্ঠাবান বুদ্ধিজীবী ও রাজনীতিবিদদের প্রতি এই সম্মেলনে যোগদান করার, আলোচনায় যুক্ত হওয়ার, এবং নব্য-ঔপনিবেশিক শৃঙ্খল থেকে প্রকৃত স্বাধীনতা ও মুক্তি অর্জনের লক্ষ্যে এর বার্তাকে সামনে এগিয়ে নেয়ার আহ্বান জানাই। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন:
*إِنَّ اللَّهَ لاَ يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ*
“আল্লাহ্ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না, যদি না তারা নিজেরা তা প্রইবরতন করে”। (সূরা আর-রা’দ: ১১)
সম্মেলন প্রচার সাইটঃ ALWAQIYAH.TV
Facebook.com/alwaqiyahtv.en,
YouTube.com/ALWaqiyahTV
দিন ও সময়ঃ শুক্রবার, ১৮ মার্চ ২০২২
বিকাল ৩:৩০
হিযবুত তাহ্রীর / উলাই’য়াহ্ বাংলাদেশ–এর মিডিয়া কার্যালয়